বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৩
২৭ জানুয়ারি ২০১৩ উদ্বোধনী দিবস: বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৩ এর উদ্বোধনী দিবসের প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ উইং কমান্ডার এম মাইন উদ্দিন পাঠান (অব:)। নির্ধারিত সময় সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়ে চলে ০৮:৩০ ঘটিকা পর্যন্ত। এদিনে ২য় ও ৩য় স্থান নির্ধারণীদের পুরষ্কৃত করা হয়। পুরষ্কার বিতরণ শেষ পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৮ জানুয়ারি ২০১৩ সমাপনী দিবস: বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৩ এর সমাপনী দিবসের প্রধান অতিথি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মাজহারুল ইসলাম, পিএসসি। অধ্যক্ষের বার্ষিক প্রতিবেদন পাঠ এবং প্রধান অতিথির বক্তব্যের পর ১ম স্থান নির্ধারণীদের পুরষ্কৃত করা হয়। পুরষ্কার বিতরণ শেষ পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ’৫২ থেকে ‘৭১। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শাহীনরা পরিবেশন করে গান, নৃত্য, কৌতুক, ছড়াগান প্রভৃতি।
