শিক্ষকদের সেমিনার
পাঠদান অধিকতর ফলপ্রসু করার জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর ২০১৩ইং পর্যন্ত IT (Instructional Technique) & Creative System বিষয়ে ৬টি শাহীন স্কুল ও কলেজের শিক্ষকদের সেমিনার বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলায় অনুষ্ঠিত হবে।
সেমিনার সম্পন্ন:
বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত কলেজ সমূহের ৩২ জন শিক্ষক/শিক্ষিকামন্ডলীর অংশগ্রহণে Instructional Techniques and Creative System এর উপর ৫ দিন ব্যাপী কর্মশালা গত ০১ সেপ্টেম্বর’ ১৩ থেকে শুরু হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ও ভেন্যু প্রতিষ্ঠানের একদল দক্ষ প্রশিক্ষক কর্মশালা সঞ্চালনে নিয়োজিত রয়েছেন।
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি অভ্যন-রে বসবাসরত বিমান কর্মকর্তা ও বিমানসেনাদের সন্তান এবং সন্তানীয় বাসিন্দাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করে (১) বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা (২) বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা (৩) বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম (৪) বি এ এফ শাহীন কলেজ, যশোর (৫) বি এ এফ শাহীন কলেজ, পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইল (৬) বি এ এফ শাহীন কলেজ, সমসেরনগর, সিলেট এবং (৭) শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল (SEMS)। সরকারের শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে শিক্ষা ব্যবস'ায় যে আমুল পরিবর্তন এসেছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী শিক্ষা বহর কর্তৃক আয়োজিত শিক্ষকবৃন্দের দক্ষতা বৃদ্ধির এ কর্মশালা এক মাইলফলক হিসেবে কাজ করবে। শিক্ষার প্রসারে এ ধরণের উদ্যোগ দেশের তথা সমাজের বিভিন্ন স-রে ছড়িয়ে দিলে তা ভবিষ্যতে আরও সুফল বয়ে আনবে।
কর্মশালার সমাপনী দিবসে ৫ সেপ্টেম্বর’ ১৩ দুপুর ১২০০ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিমান ঘাঁটি বঙ্গবন্ধু এর অধিনায়ক, প্রশাসনিক শাখা গ্রুপ ক্যাপ্টেন মোঃ শাহারুল হুদা, পিএসসি উপসি'ত থেকে সমাপ্তি ঘোষণা করেন।
বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলার সম্মানিত অধ্যক্ষ ও বিমান সদরের শিক্ষা পরিদপ্তর ও বি এ এফ ঘাঁটি বঙ্গবন্ধু এর প্রত্যক্ষ তত্ত্বাবধানের বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলায় কর্মশালাটি সুন্দরভাবে সমাপ্ত হয় । এ ধরনের কার্যক্রম শিক্ষাক্ষেত্রে পেশাগত বৃদ্ধিতে এক অনন্য ভূমিকা পালন করবে।
সমাপনী দিবসে সভাপতিত্ব করেন অধ্যক্ষ উইং কমান্ডার এম মাইন উদ্দিন পাঠান (অব:)