বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়াশুনা ও ক্লাসের পাশাপাশি সঙ্গীত চর্চার সুযোগ রয়েছে। এই বিভাগের ছাত্র-ছাত্রীরা কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন বরণ, বিদায় সংবর্ধনা, বিশেষ দিবস উদযাপন প্রভৃতি ক্ষেত্রে সঙ্গীত পরিবেশন করে থাকে। এই দল সশস্ত্রবাহিনী পরিবেশিত জনপ্রিয় অনুষ্ঠান “অনির্বাণ”সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংস্কৃতিক বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। সংগীতদলের দায়িত্বে আছেন সঙ্গীতশিক্ষক জনাব মোঃ মোখতারুজ্জামান মিলন।